ভুরভুরে বিলে সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন
জোনাইল-মোসলেমাবাদ সংযোগ সড়কের ফকিরবাড়ি সংলগ্ন স্থানে মানববন্ধন; প্রায় ৩৫ বছরের পুরনো অচল সড়কে দুর্ভোগ পোহাচ্ছে ২০ হাজার মানুষ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভুরভুরে বিলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টায় জোনাইল বাজারের প্রধান সড়কে জোনাইল-মোসলেমাবাদ সংযোগ সড়কের ফকিরবাড়ি সংলগ্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানান, প্রায় ৩৫ বছর আগে নির্মিত সংযোগ সড়কটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে আছে। ফলে জোনাইল, মোসলেমাবাদ, মৌত্রিকসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ব্রীজটি নির্মাণ হলে স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সহজ হবে বলে জানান তারা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন তাহেরুল ইসলাম, মুহাম্মদ হামিদুর রহমান, আকাশ আকন্দ, ফরিদ মিয়া প্রমুখ।
বক্তারা দ্রুত ভুরভুরে বিলের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান।