মাদারগঞ্জে টানা বর্ষণে আমন ধানের ক্ষতি কৃষকের মাথায় হাত
ভারি বৃষ্টিপাতে নিম্নাঞ্চলের আধাপাকা ধানক্ষেত ও শীতকালীন সবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত; খরচের টাকা না ওঠার আশঙ্কায় কৃষকরা দিশেহারা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
হঠাৎ ভারি বৃষ্টিতে মাঠের আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে এবং নিম্নাঞ্চলের অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানি জমে থাকায় ধানের শিষ পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
কৃষক জিহাদ হাসান বলেন, “টানা বৃষ্টিতে আমার দেড় বিঘা জমির ধান তলিয়ে গেছে। এই ক্ষতিতে খরচের টাকা উঠবে না। আমাদের মাথায় হাত পড়ে গেছে। আমরা সরকারের কাছে সহায়তা চাই।”
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আমন ধান ছাড়াও বাঁধাকপি, ফুলকপি, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজিরও ক্ষতি হয়েছে। তবে পানি নেমে গেলে ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।