মাদারগঞ্জের প্রতিবন্ধী সোহরাবের জীবিকার অটোগাড়ি চুরি, পরিবারে নেমেছে চরম দুঃসময়
মোসলেমাবাদ মাদ্রাসা মোড় এলাকায় ঘটনা; একমাত্র উপার্জন হারানোয় স্ত্রী ও চার মেয়ের সংসার চলছে মানবেতরভাবে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ আলিম মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী সোহরাব হোসেনের জীবনের একমাত্র জীবিকার মাধ্যম ছিল একটি অটোগাড়ি। কিন্তু গত পরশু রাতে সেই অটোটি বাড়ির উঠান থেকে চুরি হয়ে যায়।
দুই বছর আগে এক দুর্ঘটনায় তিনি একটি পা হারান। তবুও হাল না ছেড়ে পুরোনো অটো চালিয়ে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছিলেন। অটোটি চুরি হয়ে যাওয়ায় বর্তমানে পরিবারটির উপার্জনের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে।
সোহরাব হোসেন বলেন, “অটোটা ছিল আমার সব। এখন বুঝতে পারছি না কী করবো।”
স্থানীয়রা স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে একটি পুরোনো অটোগাড়ি বা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাঁর পরিবারকে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য মানবিক আবেদন জানিয়েছেন।