মাদারগঞ্জে মহিষ পালনে খামারিদের প্রশিক্ষণ
মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি বিষয়ে তিন দিনব্যাপী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর ‘মহিষ গবেষণা ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ব্যাগ ও সম্মাননা প্রদান করা হয়। এই প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মাদারগঞ্জ।