মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ আরও ২
ঝিনাই নদীতে গোসল করতে নেমে ছয় শিশু; তিনজনের মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ছয় শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামলে ইয়াসিন নামের এক শিশু উঠে এলেও বাকি পাঁচজন ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলো— মরিয়ম, আবু হোসেন এবং নরিন।
বাকি নিখোঁজ দুই শিশুর উদ্ধারে ডুবুরি দলের অভিযান এখনো চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।