“বেঁচে থেকে লাভ কি” ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসীর কর্মচারীর আত্মহত্যা
সরিষাবাড়ীতে ধর্মীয় অনুভূতির আবেগমিশ্রিত স্ট্যাটাসের তিন ঘণ্টা পর ফাঁস নিলেন স্কুলছাত্র বিশাল মিয়া
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার সুমন ফার্মেসীর কর্মচারী ও স্কুলছাত্র বিশাল মিয়া (১৭) গত সোমবার (২৭ অক্টোবর) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর মাত্র তিন ঘণ্টা আগে সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি” এমন একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার বিকালে স্ট্যাটাস দেওয়ার পর বিশাল ফার্মেসীর বিশ্রামাগারে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে ফার্মেসীর মালিক সুজিত কুমার রায় সুমন দরজা ভেঙে ভিতরে গেলে তাকে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সাগর মিয়া জানান, অভাবের কারণে মাঝে মধ্যে ছেলের বায়না মেটাতে না পারায় সে মন খারাপ করে দোকানে চলে আসতো। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই বিশাল আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।