মাদারগঞ্জে সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে আমানতকারীদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি
টাকা ফেরত দিতে গড়িমসি করায় শতাধিক আমানতকারী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ; দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতিগুলোতে জমা রাখা আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে সারাদিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক আমানতকারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ভোগান্তি ও কর্মসূচির কারণ
অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, সংশ্লিষ্ট সমবায় সমিতিগুলো দীর্ঘদিন ধরে আমানতকারীদের টাকাসহ বিভিন্ন লেনদেন বন্ধ রেখে অর্থ ফেরত দিতে গড়িমসি করছে। এর ফলে সাধারণ আমানতকারীরা চরম অর্থনৈতিক ভোগান্তিতে পড়েছেন এবং তাদের ভবিষ্যতের সঞ্চয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আমানতকারীদের মূল দাবি
- দ্রুত তদন্ত শেষে আমানতকারীদের টাকা ফেরত প্রদান করতে হবে।
- টাকা ফেরত দিতে গড়িমসি ও অর্থ আটকে রাখার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অংশগ্রহণকারীরা দৃঢ়ভাবে জানিয়েছেন, তাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।