মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত
ভার্চুয়ালি যুক্ত থেকে নতুন উপদেষ্টা কমিটি ঘোষণা; মানবিক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর’-এর ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি আগামী দুই বছরের জন্য গঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় শুরু হওয়া এক ভার্চুয়াল সভার মাধ্যমে কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম এই উপদেষ্টা কমিটি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন।
কমিটির সদস্যরা হলেন— সাবেক কুয়েত প্রবাসী শাহজাহান সিরাজ, ইতালি প্রবাসী সবুজ আলী, সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম, সাবেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এমডি শিমুল সহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
এই সংগঠনটি দীর্ঘদিন ধরে উপজেলার ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার, অতিদরিদ্র পরিবার, অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে।
ভার্চুয়ালি যুক্ত থাকা উপদেষ্টারা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ একে অপরের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।