মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নাংলা বাধের মাথা বাজারে মাদক, জুয়া, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাংলা বাধের মাথা বাজারে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার উদ্দেশ্য ছিল—আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সচেতন হলে সামাজিক অপরাধ নির্মূল সম্ভব।”
বক্তারা অভিভাবক, শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণির মানুষকে নৈতিকতা চর্চা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উপস্থিত স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন বিট পুলিশিং সভা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।