সরিষাবাড়ীতে ৫ শতাধিক হতদরিদ্র পরিবার পেলো দোস্ত এইডের খাদ্যসামগ্রী
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৪৫ কেজি ওজনের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বাউসী স্কুল এন্ড কলেজ মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।
প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা—মোট প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। এত বিপুল খাবার পেয়ে সুবিধাভোগীরা নিজেদের আনন্দ প্রকাশ করে সংগঠনের জন্য দোয়া করেন।
দোস্ত এইড এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ৮০০-রও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তারা মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।