মাদারগঞ্জ আল ইখলাস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও মুসল্লিদের সুবিধার জন্য বিভিন্ন প্রজাতির চারা রোপণ
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া আহলে হাদীস ঈদগাহ মাঠে আল ইখলাস ফাউন্ডেশন (মাদারগঞ্জ, জামালপুর)-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনকল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, “রোপণ করা এসব গাছ বড় হলে ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য ছায়া ও স্বস্তি মিলবে। এর ফলে প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেয়ে ছায়ায় নামাজ আদায় করা তাদের জন্য আরও সহজ হবে।”
আল ইখলাস ফাউন্ডেশনের আয়োজকরা জানিয়েছেন, পরিবেশের সুরক্ষা ও স্থানীয় জনগণের উপকারের জন্য ভবিষ্যতেও তারা এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে শ্যামলছায়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নজমুল হক, সহকারী শিক্ষক খায়রুল বাশার, মেহেদী হাসান খোকন এবং আল ইখলাস ফাউন্ডেশনের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।