মাদারগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ
এডিপি'র আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় হতদরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ্।
অনুষ্ঠানে বেশ কয়েকজন হতদরিদ্র নারীকে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়।
ইউএনও নাদির শাহ্ বলেন, “এই সহায়তা প্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।