সরিষাবাড়ীতে বিএনপির কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার ওপর গুরুত্বারোপ
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ৩নং ডোয়াইল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান অতিথি শামীম তালুকদার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলায় তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রাখা হয়।’
তিনি এ সময় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল, অর্থ সম্পাদক আছাদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিকু, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামলসহ অনেকেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।