মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বারোপ কন্যাশিশুদের সুরক্ষার উপর
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমূখ।
বক্তারা কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।