হলি চাইল্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ
মনোযোগী লেখাপড়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান
জামালপুরের উত্তর মাদারগঞ্জের হলি চাইল্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম।
বক্তারা বলেন, যদি আমরা সন্তানদের মনোযোগীভাবে লেখাপড়ার দিকে উৎসাহিত করতে পারি, তাহলে আগামী প্রজন্মই গড়ে তুলবে একটি শিক্ষিত ও সুন্দর বাংলাদেশ। তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে সন্তানদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখা জরুরি।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।