সরিষাবাড়ীতে অন্যের উঠানে হাঁস ঢুকে পড়ায় মারামারি, আহত-৫
গৃহপালিত হাঁস নিয়ে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ; গুরুতর জখম একজন হাসপাতালে ভর্তি, অভিযুক্তরা পলাতক
জামালপুরের সরিষাবাড়ীতে অন্যের উঠানে হাঁস ঢুকে পড়া নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনা ভুক্তভোগী আলহাজ্ব উদ্দিন বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানা যায়।
অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, আলহাজ্ব মিয়ার স্ত্রী সুমি বেগমের গৃহপালিত হাঁস প্রতিবেশী নরু ইসলামের উঠানে প্রবেশ করে। এই নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের স্ত্রী ফরিদা বেগম হাঁসের মালিককে উদ্দেশ্য গালিগালাজ করতে থাকে। সুমি বেগম কথার প্রতিবাদ করলে নুর ইসলাম, তার স্ত্রী এবং তাদের ছেলে সাদ্দাম ও শাওন একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে সুমি বেগমের উপর আক্রমণ করে।
আহতরা হলেন- ফরিদা বেগম (৪০), সুমি বেগম (৩৫) সালেহা বেগম (৫০), মিনহাজ (২৫) সাকোয়াত হোসেন (৫৫)। এদের মধ্যে ফরিদা বেগম মাথায় গুরুতর আঘাত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীর আছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
আহতরা জানান, প্রতিপক্ষরা সম্পর্কে তাদের চাচাত ভাই হয়। তারা সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা ঘরবাড়িতে তালা ঝুলিয়ে গাঁ ডাকা দিয়েছেন।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘ মারামারি বিষয়টি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।