৫ দফা দাবিতে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মাদারগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা আদায়ের লক্ষে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মাদারগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আছিমুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর শাহীন আকতার খান পিটার, মাদারগঞ্জ পৌর আমীর আতিকুর রহমান সেলিম, ছাত্র শিবির সভাপতি রমজান আলী প্রমূখ। এ সময় উপজেলা,পৌর,ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ৫ দফা দাবী হচ্ছে: (এক) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। (দুই) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা। (তিন) অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। (চার) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। (পাঁচ) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।