ফসলি জমি রক্ষায় মাদারগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়ায় ফসলি জমি রক্ষায় পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে শতাধিক কৃষক-জনতা এই কর্মসূচিতে অংশ নেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়ায় ফসলি জমি রক্ষায় পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে শতাধিক কৃষক-জনতা এ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারতা পাড়ার বিপুল পরিমাণ আবাদি জমি স্থায়ীভাবে পানিতে তলিয়ে রয়েছে। এতে সেচের অভাবে ধান, সবজি ও অন্যান্য ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কৃষকরা বছরের পর বছর লোকসানের মুখে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পানি নিষ্কাশনের জন্য সরকারি উদ্যোগ থাকলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় প্রতি বছরই কৃষকরা চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় কৃষক ও এলাকাবাসী ফসলি জমি রক্ষায় দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, খাল পুনঃখনন এবং স্থায়ী পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।