চাঁদাবাজির অডিও ভাইরাল, মুখ খুললেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক
জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
মাদারগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এর বিরুদ্ধে গত (১৯ আগস্ট ) সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার একটি চাঁদাবাজির অভিযোগে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করেন।
বুধবার (২০ আগস্ট) বিকালে জামালপুর জেলায় একটি রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে খালেদ মাসুদ তালুকদার সোহেল গণমাধ্যমকে বলেন, “অডিওটি গত রমজান মাসের পৌর বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভার আলোচনা সভায় রেকর্ড করা হয়। সে সময় তাদের সাথে খুশ গল্পে কিছু কথা বলি, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। স্বার্থান্বেষী মহল আমার অগোচরে কথোপকথনটি রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে।”
তিনি বলেন, “আমি হলফ করে বলতে পারি আমার বাস্তব জীবনে বা চলা ফেরায় কেউ বলতে পারবে না আমি চাঁদাবাজি করেছি।”
তিনি দাবি করেন- এই ঘটনার মাধ্যমে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক ঐতিহ্য ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি দলের সিনিয়র নেতাদের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।