মাদারগঞ্জে ম্যাজিক বল গলায় আটকে শিশুর মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ম্যাজিক বল গলায় আটকে ইরামনি নামের ১১ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাস বয়সী শিশু ইরামনির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দী এলাকায়। মঙ্গলবার সকালে শিশুটি বিছানার উপর ম্যাজিক বল নিয়ে খেলছিল, তখনই সেটি মুখে নেয় এবং গলায় আটকে যায়।
পরিবারের লোকজন চেষ্টা করে ও বের করতে না পারায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার মুমূর্ষু অবস্থা দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯ টায় মারা যায়। নিহত শিশুর বাবা ইব্রাহিম এবং নানা আব্দুল সালাম মন্ডল জানান, তাদের অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় ম্যাজিক বলটি অনেক ভিতরে চলে গেছে, যা স্থানীয়ভাবে বের করা সম্ভব নয়। তাই তাকে জামালপুরে রেফার্ড করা হয়। তিনি অভিভাবকদের ছোট ছেলে-মেয়েদের সামনে ঝুঁকিপূর্ণ খেলনা না রাখার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।