মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও মাদক সেবনের অভিযোগে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিফুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শাফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের (মাদারগঞ্জ) সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হয়েছে। মাদক সেবনসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিফুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শাফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নিয়ম ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে শাকিলের পদ স্থগিত করা হয়েছে।
এই বিষয়ে মেহেদী হাসান সাকিল তার নিজের ফেসবুক আইডিতে বলেন, ছাত্রদলের মধ্য ছাত্রলীগের পূর্ণবাসন করা হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি সাজ্জাদ হোসেন সৈকতের নাম উল্লেখ করেন। সৈকত ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন এবং ৫ই আগস্ট এর পর ছাত্রদলের যোগদান করে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।