মাদারগঞ্জে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা ও নতুন চিকিৎসা যন্ত্র উদ্বোধন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নতুন একটি চিকিৎসা যন্ত্রের উদ্বোধন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, “গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রোগীর প্রতি আন্তরিকতা, সেবার মান এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।”
সভা শেষে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন এবং উন্নত স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের নতুন একটি চিকিৎসা যন্ত্রের উদ্বোধন করেন। এসময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।