সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীর সাংবাদিকদের মানববন্ধন
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক নির্যাতন ও নৃশংসভাবে হত্যা হচ্ছে তাতে পুরো সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইনের ফাঁকফোকরের কারণে নির্যাতিত ও হত্যার শিকার সাংবাদিকদের পরিবার সঠিক বিচার পাচ্ছে না, যার ফলে দিন দিন সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। তাই সাংবাদিক দমনে কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইব্রাহীম হোসাইন লেবু এবং সঞ্চালনা করেন দৈনিক মানবকন্ঠের সরিষাবাড়ী প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।