জাল টাকা চক্রের সদস্য আটক, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীতে স্বস্তি
মাদারগঞ্জ ও সরিষাবাড়ীতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এক জাল টাকা চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তি ব্যাংকের সামনে সাধারণ গ্রাহকদের খুচরা টাকার নোট দেওয়ার ছলে জাল টাকা হাতবদল করে প্রতারণা করত। তার আটকের খবরে দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মাদারগঞ্জ ও সরিষাবাড়ীতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এক জাল টাকা চক্রের সদস্যকে অবশেষে আটক করেছে পুলিশ। সম্প্রতি সোনালী ও অগ্রণী ব্যাংকে আসা গ্রাহকদের কাছ থেকে খুচরা টাকার নোট দেওয়ার ছলে জাল টাকার হাতবদল করে প্রতারণার অভিযোগে তাকে আজ দুপুরে সরিষাবাড়িতে সোনালী ব্যাংক থেকে হাতে-নাতে আটক করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও ব্যাংকের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরও প্রতারকদের কর্মকাণ্ড চলছিল। আজ সরিষাবাড়িতে একই ধরনের প্রতারণার চেষ্টা করার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি ব্যাংকের সামনে ওঁৎ পেতে থাকত এবং সুযোগ বুঝে সহজ-সরল গ্রাহকদের সাথে খুচরা টাকার বিনিময়ে জাল টাকা গুঁজে দিত। এই আটকের ঘটনায় মাদারগঞ্জ ও সরিষাবাড়ির সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, জাল টাকা চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে টাকা লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।