নতুন টাকার প্রলোভন দেখিয়ে মাদারগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
জামালপুরের মাদারগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির কাছ থেকে নতুন নোটের প্রলোভন দেখিয়ে আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। পুলিশ জানিয়েছে, তারা এই চক্রটিকে ধরতে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি অগ্রণী ব্যাংক, বালিজুড়ী বাজার শাখা থেকে ৫ লক্ষাধিক টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে তিনি প্রতারক চক্রের খপ্পরে পড়েন।
ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, দুজন ব্যক্তি তাকে নতুন টাকার বান্ডিল দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। প্রতারকরা তাকে যে এক হাজার টাকার নোটের বান্ডিল দেয়, কিছু সময় পর তিনি জানতে পারেন যে বান্ডিলের ভেতরের সব নোটগুলোই জাল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আমাদের একটি বিশেষ টিম কাজ করছে এবং আমরা দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
ওসি সাইফ জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ব্যাংক থেকে এক লক্ষাধিক টাকার বেশি কেউ তুললে পুলিশ তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেবে। তিনি সবাইকে এই ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।