জোনাইল বাজারে বড় গাড়ির প্রবেশে বাড়ছে দুর্ঘটনা, দ্রুত সমাধানের দাবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারের কাঁচা মালের আড়তে বড় যানবাহনের অনিয়ন্ত্রিত প্রবেশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালেও একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার কাঁচা মালের আড়তে বড় গাড়ির অনিয়ন্ত্রিত প্রবেশকে কেন্দ্র করে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার সকালেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি পিকআপ আড়তে প্রবেশের সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সৌভাগ্যক্রমে, এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, আড়তের প্রবেশপথ ও সংযোগ সড়ক অত্যন্ত সংকীর্ণ। প্রতিদিন সকালে যখন ট্রাক, ভ্যান, পিকআপসহ বিভিন্ন পরিবহন মালামাল নিয়ে আড়তে প্রবেশ করে, তখন রাস্তায় মারাত্মক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে পথচারী, ক্রেতা এবং দোকানিরাও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, “প্রতিদিনই ভয় নিয়ে বসে থাকি। কখন কোন গাড়ি এসে দোকানে ধাক্কা দেয় কে জানে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত **রাস্তা প্রশস্তকরণ, বিকল্প প্রবেশপথ নির্ধারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার** দাবি জানাচ্ছেন। সচেতন মহল আশঙ্কা করছেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।