মাদারগঞ্জে সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মোশাররফ হোসেন ও জদু মিয়ার মৃত্যু, এলাকায় শোকের ছায়া।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোশাররফ হোসেন (৪০) ও জদু মিয়া (৪২)। তারা উভয়ই স্থানীয় বাসিন্দা এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাঙ্গালিয়া গ্রামের একটি মসজিদের সেফটি ট্যাংকের নির্মাণকাজ চলাকালে মোশাররফ ও জদু ট্যাংকের ভেতরে নেমে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ করতে গিয়ে দেখতে পান, তারা নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।