মাদারগঞ্জে ৬ জন বিভিন্ন অভিযোগে আটক: মাদক, চাঁদাবাজি, হত্যা ও নারী নির্যাতন মামলায় পুলিশি অভিযান
জামালপুরের মাদারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারি, ২ জন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত, ১ জন হত্যা মামলার সন্দেহভাজন এবং ১ জন নারী নির্যাতন মামলার আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) এই আটকের ঘটনা ঘটে।
জামালপুরের মাদারগঞ্জে, **১৫ জুলাই ২০২৫** – মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযানে **২ জন মাদক কারবারী, ২ জন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত, ১ জন হত্যা মামলার সন্দেহভাজন এবং ১ জন নারী নির্যাতন মামলার আসামিসহ মোট ৬ জনকে** আটক করেছে। **মঙ্গলবার** এই আটকের ঘটনা ঘটে।
মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন অবৈধ মাদকদ্রব্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়া, স্থানীয়ভাবে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
আটককৃতদের মধ্যে একজন সাম্প্রতিক একটি হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে পুলিশি হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানা গেছে। অন্যদিকে, নারী নির্যাতন সংক্রান্ত একটি মামলার আসামিকেও এই অভিযানে আটক করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
এই আটকের ঘটনা মাদারগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।