জামালপুর

আয়া-নার্স দ্বারা সন্তান প্রসব; জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে নবজাতকের মৃত্যুর অভিযোগ

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে নার্স ও আয়ার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) ভোররাতে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। নবজাতকের স্বজনরা অভিযোগ করছেন, গাইনী চিকিৎসক না থাকায় নার্স ও আয়ার ভুল প্রক্রিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে নার্স ও আয়ার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

**শনিবার (৫ জুলাই) ভোররাতে** শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নবজাতকের স্বজনরা অভিযোগ করেন, **শুক্রবার সন্ধ্যায়** জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার বাসিন্দা **সোহেল আনসারীর** স্ত্রী **নৌরিন জান্নাত মৌয়ের** প্রসব বেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত ছিলেন না।

এসময় হাসপাতালের নার্স **শিরিন আক্তার** ও আয়া **ময়না** ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির গলায় আঘাত লেগে মৃত্যু ঘটে বলে অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর থানায় নিয়ে গেছে পুলিশ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker