জামালপুর

জামালপুরের ফরহাদ ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যেখানে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন জামালপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন। তার এই সাফল্যে জামালপুর জেলায় বইছে আনন্দের বন্যা।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। **সোমবার (৩০ জুন) রাতে** পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জামালপুরের কৃতি সন্তান **ফরহাদ হোসেন**।

ফরহাদ হোসেন জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহীর **মো. তোফাজ্জল হোসেনের** ছেলে। তিনি জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি শিক্ষা সমাপ্ত করেন। কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০১২ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (ময়মনসিংহ) থেকে ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (**মাভাবিপ্রবি**) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে **১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে** নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট **৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী** আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে **১৫ হাজার ৭০৮ প্রার্থী** প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।

জামালপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেনের এই সাফল্যে এলাকাবাসীসহ পুরো জেলার নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভূয়সী প্রশংসা করছেন।

Author

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker