মাদারগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির বন্যা পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা পূর্ব প্রস্তুতিবিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় নব্যচর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মহড়া আয়োজিত হয়, যা 'আত্ম-নির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস (এসএনএসআরসি)' প্রকল্পের আওতাভুক্ত।
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা পূর্ব প্রস্তুতিবিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বেলা ১১টায় নব্যচর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আত্ম-নির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার **নাদির শাহ**।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট সেক্রেটারি **মোঃ খাইরুল ইসলাম লিয়ন** এবং ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক **মোঃ তৌফিকুল ইসলাম খালেক**।
সভাপতিত্ব করেন জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান **মোঃ মাহবুবুর রহমান জিলানী**।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহকারী প্রজেক্ট অফিসার (এপিও) **আনোয়ার হোসেন**।
মহড়া শুভ উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা মাঠ পরিদর্শন করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ইউএলও **জীবন কুমার বিশ্বাস** সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
পরে অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।