জামালপুরে পিপির রুমে তালা ঝুলিয়ে দিলেন আইনজীবী সমিতির নেতারা
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পিপি অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আইনজীবীরা। দুই ঘণ্টা পর অবশ্য তালা খুলে দেওয়া হয়।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) **মো. আনিসুজ্জামানের** কক্ষে তালা দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তবে দুই ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। আনিসুজ্জামানকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।
বুধবার (২৫ জুন) সকালে পিপির কক্ষে তালা দেওয়া হয়। দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে আবার তালা খুলে দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এ সময় তাঁরা পিপি পরিবর্তনের দাবি জানান।
আনিসুজ্জামান বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা শহরের নামাপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে গত বছরের **১৩ নভেম্বর** জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, পিপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে জেলা আইনজীবী সমিতি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরপরও তাঁকে অপসারণ করা হয়নি। এ জন্য আজ সকালে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে মো. আনিসুজ্জামান বলেন, “জেলা আইনজীবী সমিতির সভাপতি **গোলাম নবী** পিপি হতে চান। আমার বিরুদ্ধে তাঁরা নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আজ সকালে হঠাৎ তাঁরা আমার কক্ষে তালা লাগিয়ে দেন। এতে আমার সরকারি সব কাজ বন্ধ হয়ে যায়। তাঁরা অন্যায়ভাবে আমার সরকারি কাজে বাধা দিচ্ছেন। তাঁরাই আবার দুপুর ১২টার দিকে তালা খুলে দেন।”