মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ ও ইয়াবাসহ ৩ জন আটক
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০) নামে দু'জন এবং ২৫ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া (২৬) নামে এক যুবকসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে তাদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ এক যুবকসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০) কে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়া (২৬) কে মাদক মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম হাটমাগুড়া এলাকার জহরুল হকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাটমাগুড়া বাজারের ঔষধ ব্যবসায়ী। কামরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হলো।
শেখ মনির সরকার গুনারীতলা দিকপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য। মনির সরকার জানান, ইউনিয়ন পরিষদের চাল বিতরণের ভিডিও ফেসবুকে পোস্ট করায় তাকে মারধর করে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া নামে এক যুবককে আটক করেছে ফাঁড়ি থানা পুলিশ।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “কামরুল ও মনিরকে তদন্ত প্রকাশিত হিসেবে চিহ্নিত করে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতেও অভিযান অব্যাহত থাকবে।”