মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত: কৃষির রূপান্তরে জোর
জামালপুরের মাদারগঞ্জে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" কর্মসূচীর আওতায় 'পার্টনার কংগ্রেস-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলা পরিষদ খরকা হলরুমে এই আয়োজনে কৃষির উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জামালপুরের মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় **”পার্টনার কংগ্রেস – ২০২৫”** অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার শাহা। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ এতে সভাপতিত্ব করেন। মাদারগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা নুর আলম সিদ্দিক এবং কৃষাণী কনিকা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারগঞ্জ, জামালপুর। এর পূর্বে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ **পার্টনার কংগ্রেস-২০২৫** অনুষ্ঠান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেকের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।