জামালপুর সদরে রানাগাছা ইউনিয়নে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের ওপেন হাউস ডে পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রানাগাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মাসুদ আনোয়ার। এ সময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার বলেন- রানাগাছা ইউনিয়নে মাদকের এত ছড়াছড়ি তা জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম।
এ ব্যাপারে পুলিশের আজ থেকে অন্যরকম কার্যক্রম লক্ষ্য করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রানাগাছা ইউনিয়ন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজ থেকে অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমাজের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি নওয়াব হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম
জুয়েল, বাংলাদেশ জামায়েত ইসলামী ইউনিয়ন শাখার আমির মোঃ আজহারুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।