“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ পড়ন্ত বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের কর্যালয়ের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর হক গুদু, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান ডালিম, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, নুরুল ইসলাম, উপজেলা যুব লীগের রুকনুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ তরফদারসহ বিভিন্ন নেতাকর্মি সূধিজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই সফিউল আলম।