ধোবাউড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অর্ধ কোটি টাকা মুল্যের সরকারী গাড়ি চুরি হয়েছে।
গতকাল রাত ২.৩০ মিনিটে গাড়িটি হাসপাতালের ভিতর থেকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি হাসপাতালের নাইটগার্ড আব্দুর রাজ্জাকের নজরে পড়লে হৈচৈ শুরু হয়।
গাড়ি চালক আবিদ বিষয়টি রাতেই থানায় জানায় এবং খোঁজা খুঁজি করে বাঘবেড় ইউনিয়নে দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে নজরুলের বাড়ির পাশে গাড়িটির সন্ধ্যান পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, রাতে বালিগাও বাজারে একটি দোকানের উপর গাড়িটি তুলে দেয়। এতে দোকান ভেঙ্গে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গাড়ি চালক আবিদ জানায়, স্থানীয় এক যুবক তার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়িটি নিয়ে যায়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন জানান, থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
ওসি (তদন্ত) জালাল উদ্দীন বলেন, ঘটনার স্থানে আমরা গিয়েছি যাচাই বাচাই করে জানাতে পারব।
একই রাতে হাজংপাড়া গ্রামের শামসুদ্দিনের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে।
কিছুদিন পর পর মটরসাইকেল চুরি সহ বাসা বাড়ি গুলোতে চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। মটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে ধরা হলেও কোনভাবেই থামছে না চুরি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতার দাবি জানান সাধারণ মানুষ।