নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মে) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং তার সহকারী সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া।
এদিকে দুর্ঘটনায় আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সাথে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ঘটনাস্থলেই নিহত হন।
চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রয়েছে।
পরে ময়মনসিংহ থেকে পুলিশের ক্রেন এসে বাস ও ট্রাককে উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে সকাল ৯টা পর্যন্ত সড়কে দীর্ঘ যানযট লেগে থাকে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া জানান, আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে আটকে থাকা একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
নেত্রকোনা মডেল থানার এস আই জহুরুল ইসলাম দুইজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।