সাতক্ষীরা

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা জামায়াতের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড হতে সখিপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন করা হয়।
এতে উপজেলা জামায়াত, শিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশন, শিক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ আলাদা আলাদা ব্যানারে অংশ গ্রহন করে। 
মানবন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট
সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,
জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি রাজু আহম্মেদ, সখিপুর বাজারের ব্যাবসী ও
জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া বাজারের ব্যাবসায়ী ও জামায়েত নেতা ফজলুর রহমান প্রমুখ। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন
আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর)
রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম। 
এই সময় বক্তরা বলেন, সাতক্ষীরা থকে শ্যামনগর সড়কগামী একমাত্র সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
বিগত সরকার সাতক্ষীরাকে বিশেষ কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করতে দক্ষিণ জনপদের সড়কের উন্নয়ন করেনি।
বহুদিন থেকে শুনে এসেছি রাস্তা সংস্কার হবে কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। এমনকি সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরগামী একমাত্র সড়ক এত পরিমান বেহাল হয়েছে তা ভাবতেও অবাক লাগে।
এই রাস্তায় যখন চলাচল করা যায় না তাহলে কেন এই রাস্তা রাখার দরকার। সরকার যদি দ্রুত রাস্তা সংস্কার শুরু না করে আমরা সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহত কর্মসূচি ঘোষনা করবো।
বক্তারা আরো বলেন, যে সড়ক দিয়ে দেশি-বিদেশী পর্যটক সুন্দরবনে যান সেই রাস্তার হাল যদি এই হয় তাহলে চলতি মৌসুমে আমাদের দেশ রাজস্ব হারাবে। এছাড়া চিংড়ি ও মৎস্য শিল্পে ব্যাপক প্রভাব পড়বে।
এ জন্য দ্রুত সড়ক সংস্কারের বিকল্প নেই। তাই দ্রুত সড়ক সংস্কার বা নির্মান করে এই এলাকার মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।

Author

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker