সাতক্ষীরা
Mission 90 News
Send an email
ফেব্রুয়ারি ২৩, ২০২৩সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ২৩, ২০২৩
মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল এলাকায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০)। তিনি রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্য ইমরান মোটরসাইকেলে সিংহলাল এলাকা থেকে জালালাবাদ সঙ্করপুর যাওয়ার সময় মাটিবাহী ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।