নড়াইল

নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ৫ কমিশনারের ৭ বছরের সাজা বহাল

দুদকের করা দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস ও সাবেক ৫ কমিশনারের ৭ বছরের সাজা বহাল রেখেছ আদালত।

বৃহস্পতিবার (২২আগষ্ট) যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন। মামলার অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার আহম্মেদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম, কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন ও কমিশনার শরফুল আলম লিটু। নড়াইল পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর বিশ্বাস মারা যাওয়ায় মামলা থেকে অব্যহতি পেয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, ২০০৯ সালে নড়াইল পৌরসভার রপগঞ্জ পশুরহাটের হাট-বাজার ইজারা নীতিমালার শর্ত ভেঙ্গে বাংলা ১৪১১, ১৪১২ ও ১৪১৩ সনের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশন সম্মিলিত যশোর-এর সহকারী পরিচালক মো: ওয়াজদ আলী গাজী বাদি হয়ে ২০০৯ সালের ৭ আগস্ট নড়াইল পৌরসভার ৭জন জনপ্রতিনিধি ও ১জন কর্মচারীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেন। এ মামলায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর বিজ্ঞ স্পেশাল জজ আদালত দন্ডবিধি ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের  ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৭জনকে শাস্তি প্রদান করেন। সাবেক অফিস সহকারী মতিউর রহমান মত্যুবরণ করায় রায় থেকে তার নাম বাদ দেওয়া হয়। দন্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যককে ৩বছর এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যককে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করেন। 

যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেছেন, উচ আদালতে করা লিভ টু আপিল আসামীদের নিম্ন আদালতে হাজিরা দেবার আদেশ দেয়া হয়েছিলো। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নিম্ন  আদালতের জামিন দেবার এখতিয়ার নেই। তারা পরবর্তীত উচ আদালতে সাজার বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন।

Author

দ্বারা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker