মাগুরা সদরের বেরইল পলিতা গ্রামের সজিব নামের এক কিশোরের ইমেইল একাউন্ট হ্যাক করে গেম খেলায় তার ছুরিকাঘাতে গোলাম রসূল (১৫) খুন হয়েছে। নিহত গোলাম রসূল আলহাজ্ব কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তর পাড়ার রওনক কাজীর ছেলে গোলাম রসূল তার বন্ধু একই গ্রামের দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে সজিবের ইমেইল একাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলতো। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সজিব কাছে থাকা ছুরি দিয়ে গোলাম রসূলের বুকে আঘাত করলে গোলাম রসূল গুরুতর জখম হয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা গৌতম কুমার ঠাঁকুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।