দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানকার ছয়টি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ছয়টার দিকে দুদক ভবনের তিন তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খুলনা দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, পাঁচটায় অফিস ছুটি হওয়ার পর বেশিরভাগ কর্মীই অফিস ত্যাগ করে। হঠাৎ তৃতীয় তলায় শব্দ শোনা যায় এবং পরে জানালা দিয়ে ধোঁয়া বেরুতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আলমারির মূল্যবান ফাইলপত্র ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের কর্মকর্তা আজিজুর রহমান জানান, তিনতলার ছয় কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হতে পারায় আগুন বেশি ছড়াতে পারেনি।