প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ: খুলনায় ‘দেশ সংযোগ’ পত্রিকা অফিসে হামলা ও অগ্নিসংযোগ
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে “প্রধানমন্ত্রী” বলে উল্লেখ করায় খুলনায় 'দেশ সংযোগ' পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়েছে একদল উত্তেজিত জনতা।
খুলনা নগরীর ছোট মির্জাপুর এলাকায় স্থানীয় পত্রিকা দেশ সংযোগ-এর কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০–২০০ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে ও মালপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনাকে “প্রধানমন্ত্রী” ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের “সংসদ সদস্য” হিসেবে উল্লেখ করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পত্রিকাটির সম্পাদক ও খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম জানান, “আমরা আগেই ভুল স্বীকার করে সংশোধনী দিয়েছিলাম। কিন্তু এরপরও হামলা হয়েছে। এখনো ফোনে হুমকি পাচ্ছি।”
ভবনের মালিক মো. জামাল বলেন, “হঠাৎ সন্ধ্যার পর দলবল নিয়ে লোকজন আসে, তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।”
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন জানান, “পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”