বেনাপোল
Mission 90 News
Send an email
সেপ্টেম্বর ২৯, ২০২১সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২৯, ২০২১
২০ দিন পর ক্লিনিক থেকে চুরি হওয়া শিশু উদ্ধার করল পিবিআই
০ ১,৪২৪ ১ মিনিটে পড়ুন
যশোরের শার্শার নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি হওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবজাতকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমা খাতুন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই পুলিশ।
যশোর পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি হওয়া ওই নবজাতকটি রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।