৩য় ধাপে শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখনো পর্যন্ত ১০টি ইউনিয়নের কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। ১০টি ইউনিয়নের ১২৮টি ভোট কেন্দ্রে ২২৭টি বুথে ভোট গ্রহণ চলছে। ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, মেম্বার পদে ৪০৭ জন এবং মহিলা মেম্বার পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০টি ইউনিয়ন ২ লক্ষ ৭৮ হাজার ৬৪৯ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৩২৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৩২৬ জন।
স্ব স্ব প্রার্থীরা বলছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিজয়ী হওয়ার আশা রয়েছে। উৎসব মূখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
লক্ষণপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান বলেন, ভোটাররা ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত আমার উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ বিজয়ী হবো।