বেনাপোলে দুই ভারতীয় নারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ
বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ১৭ লক্ষ ৪৪ হাজার টাকা উদ্ধার; হুন্ডির টাকা পাচারের অভিযোগে দুই নারী আটক
বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লক্ষ ৪৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে কাস্টম কর্মকর্তারা এ টাকা জব্দ করেন।
সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থানার হরিদাসপুর এলাকার রিনা বৈদা (৩৭) এবং বাগদা থানার কুলিয়া এলাকার মুক্তি শাহাজী (৫৬) বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পৌঁছানোর পর তাদের ব্যাগ তল্লাশী করে এই টাকা উদ্ধার করা হয়।
কাস্টম কর্মকর্তারা টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সর্ম্পকে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এ কারণে ডিএম (ডিটেনশন মেমো) মূলে টাকাগুলো জব্দ করা হয়।
কাস্টমস অভ্যন্তরে জিজ্ঞাসাবাদে রিনা বৈদা ও মুক্তি শাহাজী জানান, বনগাঁ থেকে এক নারী তাদরেকে এ টাকা বেনাপোলে পৌঁছে দিতে বলেন এবং এর বিনিময়ে প্রতি লাখে ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, আইন অনুযায়ী কোনো যাত্রী এতো পরিমাণ নগদ অর্থ এক দেশ থেকে অন্য দেশে বহন করতে পারবে না। একই সঙ্গে উদ্ধারকৃত টাকার বিষয়ে তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। ফলে আইনানুগ প্রক্রিয়ায় টাকাগুলো ডিএম মূলে জব্দ করা হয়েছে।