বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
কেজি প্রতি ১ টাকা কমিশন চুক্তিতে ৯০ লাখ কেজি মাছ আমদানি; প্রতারণার অভিযোগে দেউলিয়া হওয়ার পথে ‘মা ট্রেডার্স’
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফিশ (জমাটবদ্ধ মাছ) আমদানি ব্যবসায় কেজি প্রতি ১ টাকার কমিশন চুক্তিতে কোটি টাকার বকেয়া রেখে প্রতারণার অভিযোগ করেছেন মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমদানিকারক সাইদুর রহমান সাইদ।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বেনাপোল রহমান চেম্বারের চতুর্থ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সাইদুর রহমান বলেন, তিনি চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতেন। তিনি ৯০ লাখ কেজি মাছের ডিউটি বাবদ ৭ কোটিরও বেশি টাকা পরিশোধ করেছেন। বর্তমানে তাদের কাছে তাঁর ১ কোটি ৩ লাখ টাকা বকেয়া রয়েছে।
তিনি অভিযোগ করেন, পাওনা চাইলে তারা টালবাহানা করছে এবং অন্য ব্যবসায়ীদের মাধ্যমে আমদানির কাজ করছে। এই বকেয়ার কারণে তিনি এখন ঋণ পরিশোধে দেউলিয়া প্রায়।
আমদানিকারক সাইদুর রহমান সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার কামনা করেন এবং বেনাপোলের স্থানীয় ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।