আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কটূক্তি’: যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
আদালতের নির্দেশনা ও মামলার প্রেক্ষাপট যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) যশোর জেলা কৃষকদলের সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পিবিআই (যশোর)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার মূল প্রেক্ষাপট ও অভিযোগ
মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত এক মাহফিলে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন। বাদী দাবি করেন, এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জিয়া পরিবারের মানহানি ঘটেছে এবং জনসমক্ষে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আইনি পদক্ষেপ ও আইজীবীর মন্তব্য
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম.এ. গফুর বলেন, “মৃত ব্যক্তিকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য শিষ্টাচার বহির্ভূত এবং আইনত দণ্ডনীয়। আমির হামজা রাজনৈতিক ফায়দা লুটতে জিয়া পরিবারকে টার্গেট করেছেন। আমরা আদালতে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আবেদন করেছি।”
অভিযুক্ত আমির হামজা বর্তমানে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। আদালতের এই নির্দেশনার পর তাঁর নির্বাচনী প্রচারে কোনো প্রভাব পড়বে কিনা, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।