বেনাপোল বন্দরে চাঁদাবাজদের তাণ্ডব; ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ; মামলার চার্জশিটভুক্ত আসামি সুমনের গ্রেপ্তারের দাবি
বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইমপোর্ট এক্সপোর্ট এ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বেনাপোল বাজারের হোটেল সানরুপে আয়োজিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ভবেরবেড় গ্রামের সুমন হোসাইন নামে এক যুবক বিভিন্ন সংবাদপত্রের নাম ব্যবহার করে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের হুমকি দিয়ে চাঁদাবাজি করছে। বন্দর কর্মকর্তা শাহিদা শারমিনের করা মামলায় গত ২৪ এপ্রিল ২০২৫-এ চার্জশিট দাখিল হলেও সুমন এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন, যার ফলে সরকার প্রতি বছর বড় অংকের রাজস্ব হারাচ্ছে। সুমন হোসাইন বর্তমানে পলাতক থেকে ফোনে হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
ব্যবসায়িক পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।